ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

চ্যানেল বন্ধের খবর কেঁদেই জানালেন পাঠিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৮:২৪ পিএম


loading/img

সরকারি আদেশ অনুযায়ী নিজের কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার খবর পড়ার সময় কান্নায় ভেঙে পড়লেন সংবাদ পাঠিকা।

বিজ্ঞাপন

গেউলা ইভেন নামের এ সংবাদ পাঠিকা ইজরায়েলের সবচেয়ে পুরাতন নিউজ চ্যানেল ওয়ান টিভিতে কাজ করতেন। নিউজ চ্যানেলটি  ১৯৬৮ সালে দেশটির জেরুজালেমে প্রতিষ্ঠিত হয়। সরকারি আদেশে ৪৯ বছরের এ টিভি স্টেশনটি বন্ধ হয়ে যাচ্ছে।

ওই সংবাদটি পড়ার সময় গেউলা বলেন, ‘আমরা একটি ব্রেকিং নিউজ পেয়েছি। এটিই সংসদের একটি বিবৃতি...আসলে আজকের রাতের আয়োজনটি হচ্ছে আমাদের শেষ সংবাদ অনুষ্ঠান।’ কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, এটিই আমাদের শেষ আয়োজন, আর এ অনুষ্ঠানের সব কিছুই অপ্রাসঙ্গিক।’

বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন, ‘দিন শেষে আজ অনেকই নিজের চাকরি থেকে বাদ পড়ছেন। আমি আশা করছি তারা নতুন জায়গায় কাজ পাবে।’

গেলো মঙ্গলবার ৫৫ সেকেন্ডের ওই নিউজের একটি ভিডিওর অংশ চ্যানেল ওয়ানের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। প্রতিবেদনটি করা পর্যন্ত ৩ কোটি ৫৬ হাজার বার দেখা হয়েছে।

বিবিসি জানায়, টেলিভিশন স্টেশনটি বন্ধ করার পরিকল্পনাটি প্রক্রিয়াধীন ছিল। কিন্ত এত জলদি বন্ধ করে দেয়া হবে তা ভাবেননি এর কর্মীরা।

বিজ্ঞাপন

টাইমস অব ইজরায়েল জানায়, আসছে ১৫ মে প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা শেষ সংবাদ অনুষ্ঠানের আয়োজন করবেন। সেদিন দেশটির জাতীয় সংগীতের সম্প্রচার দিয়ে চ্যানেলটি বন্ধ করবেন তারা।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু চ্যানেলটি বন্ধ করার সিদ্ধান্ত দেন।

ওয়াই/সি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |